Published : 29 Jun 2025, 11:40 PM
কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগের প্রসঙ্গ তুলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
দেশে সাধারণ মানুষের জান-মাল ও ইজ্জতের ‘নিরাপত্তা নেই’ বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার এক বিবৃতিতে মুরাদনগরের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আসামি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জি এম কাদের।
তিনি ‘ধর্ষণের’ শিকার নারীর পরিবারকে প্রয়োজনীয় সামাজিক নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়ার দাবিও জানিয়েছেন।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। দেশে সাধারণ মানুষের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা নেই। কেউ জানে না, কে কোথায় হেনস্থার শিকার হবেন।”
নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে ‘ব্যর্থ’ সরকারের ক্ষমতায় থাকার অধিকার আছে কি-না, সে প্রশ্নও তুলেছেন তিনি।
মুরাদনগরে বিবস্ত্র এক নারীর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে তীব্র সমালোচনা চলছে।
এ ঘটনার পর ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। ওই ঘটনায় এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ফজরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ওই নারী।
মাগুরার ধর্ষণকাণ্ডের মত কুমিল্লার মুরাদনগরের ঘটনার বিচারও ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ে’ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।