Published : 30 Apr 2025, 01:15 PM
অবৈধ সম্পদের মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছর সাজার রায় বাতিল করেছে সর্বোচ্চ আদালত।
পাশাপাশি তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের সাজা বাতিল করে তাকেও বেকসুর খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বুধবার এ রায় দেয়।
দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ের মধ্য দিয়ে আমান ও তার স্ত্রী দুর্নীতির দায় থেকে ‘মুক্ত হলেন’ বলে মন্তব্যৗ করেন তাদের আইনজীবী ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, “এই রায়ের পর আমানের সংসদ নির্বাচন করতে আর কোনো আইনগত বাধা থাকল না।”
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।
ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের এবং সাবেরাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সেই রায়ের বিরুদ্ধে তারা হাই কোর্টে আপিল করেন। ২০১০ সালের ১৬ আগস্ট হাই কোর্ট আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন।
এর বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাই কোর্টের রায় বাতিল করে মেরিটের ভিত্তিতে পুনরায় আপিল শুনানির নির্দেশ দেয়।
পুনঃশুনানি শেষে জজ আদালতের দণ্ড বহাল রেখে ২০২৩ সালের ৩০ মে হাই কোর্ট রায় দেন। কিন্তু এবার আপিল বিভাগে সেই রায় বাতিল হয়ে গেল।