Published : 05 Jun 2025, 06:33 PM
রাজধানীর তিন জায়গা থেকে আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. হুমায়ুন কবীর সুজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার বাকি দুজন হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী সরদার ও আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসান (২৭)।
ঢাকার টিকাটুলি, মিরপুর ও মোহাম্মদপুর এলাকা থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তারের তথ্য বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা থাকার তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “তারা সংঘবদ্ধ হয়ে দেশকে অস্থিতিশীল করাসহ ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।”
এতে বলা হয়, গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার রাত সাড়ে ১২টার দিকে টিকাটুলি এলাকা থেকে হুমায়ুন কবীর সুজনকে, বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে মিরপুর এলাকা থেকে মেহেদী হাসানকে ও বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গোলাম রাব্বানী সরদারকে গ্রেপ্তার করা হয়।