Published : 10 Oct 2023, 06:08 PM
মাথায় ইউরোনিয়াম ঢেলে ‘ঠান্ডা করে’ দেওয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য রেখেছেন, তাকে ‘গুম খুনে’ সরকারের জড়িত থাকার আলামত হিসেবে দেখছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, “আজকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ হাসিনার সরকার এবং তার মন্ত্রীরা বাংলাদেশে গুম, খুন, গুপ্ত হত্যা, ক্রসফায়ারে জড়িত। সেটার আলামত বহন করে এই বিষাক্ত রাসায়নিক ইউরেনিয়াম ঢেলে দেওয়ার হুমকি।”
মঙ্গলবার দুপুরে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন রিজভী।
ওবায়দুল কাদেরের সমালোচনা করতে গিয়ে ইরাকে সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন সরকারের এক মন্ত্রীর স্মরণ করেন বিএনপি নেতা। তিনি বলেন, “ইরাকে এক মন্ত্রী ছিলেন, নাম ছিল আলী। মনে করা হত বিষাক্ত রাসায়নিক অস্ত্র বানানোর ক্ষেত্র উনি তত্ত্বাবধায়ন করছেন। তাই তাকে সবাই ‘কেমিক্যাল আলী’ নামে ডাকত। বাংলাদেশেও একজন কেমিক্যাল কাদেরের উদয় হয়েছে।”
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিএনপির সমালোচনার জবাব দিতে গিয়ে আগের দিনই ওবায়দুল কাদের বলেছিলেন, “আমরা বলছি রূপপুর যারা বন্ধ করতে চায় সে ফখরুল, মঈন খানের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেব। দুই চালান এসেছে।
“সেটা আমরা কিছু ফখরুলের মাথায়, কিছু গয়েশ্বরের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু মঈন ইউ আহমেদের (মঈন খান) মাথায়, কিছু রিজভী পাগলার মাথায়. . যে লাফাবে মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। ডান্ডা মেরে ঠান্ডা করব না, ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেব।"
এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে রিজভী বলেন, “যে বিষাক্ত ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করা যায়, সেই ইউরেনিয়াম বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদের মাথায় ঢেলে দেওয়ার হুমকি দিচ্ছেন।”
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তিনি বলেন, “যিনি বার বার গণতন্ত্র ফিরিয়েছে লড়াই-সংগ্রাম করে, আজকে সেই নেত্রীকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না, তার সাংবিধানিক অধিকারকে ওরা কেড়ে নিয়েছে।
‘‘দেশের মানুষ জেগে উঠেছে। এই স্বৈরশাসককে হটিয়ে দেশনেত্রীকে মুক্ত করা হবে।”
বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনাসহ অন্যদের নিয়ে বিএনপি নেতা দুপুরে জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময়ে সাবেক সংসদ সদস্য জি এম সিরাজ ও হেলালুজ্জামান তালুকদার লালু উপস্থিত ছিলেন।