Published : 23 May 2025, 07:43 PM
বাংলাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞানের জগতে নিজেদের উদ্ভাবন দিয়ে ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদা রহমান।
শুক্রবার দুপুরে গুলশানে ফাউন্ডেশনের কার্যালয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, “বিজ্ঞানের প্রতি তোমাদের যে মমত্ববোধ আমরা দেখতে পারছি… ভবিষ্যতে আমরা আশা করব, তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর মানুষের জন্য কিছু করবে।
“প্রত্যাশা করি, তোমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে সার্থক হও এবং দেশের মুখ উজ্জ্বল কর বিশ্বের দরবারে।”
প্রতিযোগীদের বক্তব্য শুনে নিজের অনুভূতি ব্যক্ত করে ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা বলেন, “আমি এতক্ষণ তোমাদের বক্তব্যগুলো শুনছিলাম, অসাধারণ, সত্যিই অসাধারণ। তোমাদের মেধা তোমাদের অধ্যাবসায় এবং সর্বোপরি তোমাদের আত্মবিশ্বাস আমাদের মুগ্ধ করেছে।”
মেলায় অংশগ্রহণকারীরা সবার সহযোগিতা পাবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বলেন, ‘তোমরা জানো যে, তোমাদের বিচারকমণ্ডলী সবসময় তোমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, তোমাদের পথ দেখিয়েছেন কীভাবে তোমরা তোমাদের প্রজেক্টগুলোকে আরও সুন্দর করবে, আরও বিস্তারিতভাবে সবার কাছে তুলে ধরবে, যেকোনো সময়ে তাদের কাছে যেতে পারো তোমাদের প্রশ্ন নিয়ে।”
লন্ডনের ইম্পেরিয়াল কলেজ হেলথকেয়ারের কার্ডিওলিজস্ট জুবাইদা রহমান আশা প্রকাশ করে বলেন, “বিজ্ঞান চর্চার কোনো শেষ নাই। কিন্তু বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে এবং আমার বিশ্বাস তোমরা তা পারবে।”
গত ২৩/২৪ বছর ধরে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ এর কার্য্ক্রমের প্রশংসা করে তিনি বলেন, “জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত। এজন্য আমি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই প্রায় ২৬ বছর ধরে বাংলাদেশের এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশের আপামর জনতার পাশে দাঁড়ানোর জন্য।”
তারেক রহমান সঙ্গে মেয়ে জায়মা রহমানসহ লন্ডনে থাকছেন জুবাইদা। ৬ মে খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর দেশে ফিরেছেন তিনি। পারিবারিক কিছু অনুষ্ঠানে অংশ নিলেও এই প্রথম একটি সংগঠনের অনুষ্ঠানে যোগ দিলেন।
অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের কর্মকাণ্ডের ওপর তৈরি একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিজ্ঞান মেলার বিজয়ীদের পুরস্কার তুলে দেন জুবাইদা রহমান।
ভার্চুয়াল বিজ্ঞান মেলার সদস্য সচিব ডা. শাহ মোহাম্মদ আমানউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালন অধ্যাপক মোর্শেদ হাসান খান ও বিজ্ঞান মেলার আহ্বায়ক অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বক্তব্য রাখেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে সালে ১৯৯৯ সালের ১৮ অক্টোবর অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেআরএফ) প্রতিষ্ঠিত হয় তারেক রহমানকে চেয়ারম্যান করে।
এই সংগঠনে চিকিৎসক, কৃষিবিদ, প্রকৌশলী ও শিক্ষকদের নিয়ে শুরু হলেও বর্তমানে আইনজীবী ও সাংবাদিকতা পেশার ব্যক্তিদের যুক্ত করা হয়েছে।
গত বছরের নভেম্বরে জুবাইদা রহমানকে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে সঙ্গে যুক্ত করে ২৩ সদস্যের বোর্ড অব ডাইরেক্টরস গঠন করা হয়।