Published : 16 Jun 2025, 10:04 PM
নির্বাচনের ‘প্রতীক্ষায়’ থাকা জনগণ ‘এখন পোলাও-কোরমা নয়, ভোট দিতে চায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “নির্বাচনের কথা বলছেন। বাংলাদেশের মানুষকে যদি কেউ বলে যে, তুমি কি পোলাও কোরমা চাও, নাকি তুমি ভোট দিতে চাও।
“তখন বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে, আমি ভোট দিতে চাই। না খেয়ে থাকলে অসুবিধা নেই। এটা (ভোট) বাংলাদেশের মানুষের রক্তের ভিতরে মিশে আছে। তারা উৎসবমুখর পরিবেশে একটা ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। এটাই বাস্তবতা।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে আসেন মঈন খান। তার সঙ্গে ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সকাল ১০টায় ব্রিটিশ হাই কমিশনার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন।
দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও বাংলাদেশের আগামী নির্বাচন কেমন হবে, তা নিয়ে আলোচনা হয়েছে মির্জা ফখরুল-সারাহ কুক বৈঠকে।
সেখানে মঈন খান ও শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
মঈন খান বলেন, “নতুন প্রজন্ম যারা দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি, বাংলাদেশের কোটি-কোটি মানুষ তারা ভোট দিতে চায়। কাজেই ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ। তখন তো বাংলাদেশের মানুষ উচ্ছাসিত হয়ে যায়।”
তিনি বলেন, “আমি খোলাখুলি বলছি যে আমি তো আমার গ্রামে ছিলাম, আমি দেখেছি মানুষের উচ্ছ্বাস। আমার মনে হয়, সারা বাংলাদেশে সেটাই ছিল বিষয়। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় একটা উৎসব মুখর পরিবেশে।”
বাংলাদেশের মানুষের কাছে ভোটের দিনটি পহেলা বৈশাখে নববর্ষের উৎসবের মত মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, “কাজেই তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে। কখন তাদের মৌলিক অধিকার প্রয়োগ করবে। সত্যিকার অর্থে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, এটাই হচ্ছে আলোচনার বিষয়।”