Published : 24 Jun 2025, 04:42 PM
মব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘কার্যকর ভূমিকায় নয়’ বরং ‘নিষ্ক্রিয় থাকতেই’ দেখা গেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
দেশের কোথাও মবের কোনো ঘটনা ঘটলে কেবল বিবৃতি দিয়ে ‘দায় না সেরে’ উপযুক্ত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর হাতিরপু্লে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মব নিয়ন্ত্রণে ‘সরকারের ব্যর্থতার’ সমালোচনা করেছেন সাকি।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, দেশে এক ধরনের মব তৈরি করে হামলা, অবমাননা, নির্যাতনের সংস্কৃতি চালু হচ্ছে, এটা অত্যন্ত বিপদজনক।
“এর আগে সংখ্যায় কম এমন ধর্মীয় সম্প্রদায়ের উপরে, মাজারে, রাজনৈতিক প্রতিপক্ষের উপরে এবং বিভিন্ন ব্যক্তির উপরে আক্রমণ হয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করে সাকি বলে, ‘‘এসব ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর কোন ভূমিকায় আমরা দেখতে পাইনি বরং বেশিরভাগ ক্ষেত্রে তাদের উপস্থিতি থাকলেও তাদেরকে নিষ্ক্রিয় দেখা গেছে। আমরা এরকম পরিস্থিতিতে সরকারের এবং আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত সকল বাহিনীর কার্যকর ভূমিকা দেখতে চাই। শুধু বিবৃতি দিয়ে দায় সারলে চলবে না অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।”
সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে হেনস্তার প্রসঙ্গে সাকি বলেছেন, ২০১৪, ২০১৮ এবং ২০১৪ সালের ‘প্রহসনের নির্বাচনের’ পেছনে যারা ছিলের তারা প্রত্যেকেরই ‘এসব নির্বাচনের ও গণতন্ত্র ধ্বংসের দায় আছে’।
তিনি বলেন, “তাদের সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। কিন্তু বিচারের আগেই তাদের মব সৃষ্টি করে হেনস্তা করার মাধ্যমে অপরাধের যে উদাহরণ সৃষ্টি হচ্ছে তা মোটেই ন্যায় বিচার প্রতিষ্ঠার কোন দৃষ্টান্ত নয়।”
সাকির কথায়, “অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা ন্যায় বিচার দেখতে চাই। বিচারের নামে কোন প্রহসন কিংবা মব বিচার যাতে আর কোনোভাবেই চলতে না পারে সেজন্য সরকারকে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ”
ছয় দিনের কর্মসূচি
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণসংহতি আন্দোলনের ওই নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
আগামী ৪ জুলাই থেকে অগাস্টের ৪ তারিখ পর্যন্ত ধাপে ধাপে এসব কর্মসূচি পালনের পরিকল্পনা নিয়েছে গণসংহতি আন্দোলন।
কর্মসূচির মধ্যে আছে- ৪ জুলাই যোদ্ধা এবং নিহতের পরিবার ও আহতদের সম্মিলন। ৬ জুলাই দলের তরুণ জুলাই যোদ্ধাদের ‘নতুন বাংলাদেশ ভাবনা’ নিয়ে মতবিনিময় সভা ও বিশেষ বর্ধিত সভা। ১৬ জুলাই আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরে সমাবেশ, ২৫ জুলাই ঢাকায় গণসমাবেশ, ১ আগস্ট শহীদ জুলফিকার শাকিলের স্মৃতি বিজড়িত ঢাকার মিরপুরে সমাবেশ এবং ৪ অগাস্টে শ্রদ্ধাঞ্জলি।
রুবেল সংবাদ সম্মেলনে আগামী ১০ থেকে ১২ অক্টোবর গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনের তারিখও জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে দলের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পা্প্পু, সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাইন বাবু, দিপক কুমার রায়, কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।
নূরুল হুদাকে 'হেনস্তায়' গ্রেপ্তার ১: 'মব' প্রশ্রয় দেওয়া হবে না