Published : 06 Oct 2024, 07:50 PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রায় দেড় বছর পর দেশে ফিরেছেন।
রোববার দুপুর ২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে টুকুকে বিএনপির নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
পরে বিমান বন্দরের বাইরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, “আমি এই মুহূর্তে আবেগে আপ্লুত। আমার অনুভূতিটা হচ্ছে, একাত্তরে আমি যখন ২২/২৩ বছরের যুবক ছিলাম, ১৬ ডিসেম্বর বাংলাদেশে এসে যে অনুভূতিটা হয়েছিলে, আজকে আমার সেই অনুভূতিটা হয়েছে।
“আজকে স্বৈরাচার খুনিমুক্ত বাংলাদেশে আমরা মুক্ত হাওয়া নিতে পারব। আমরা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, আমরা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছি সেই উদ্দেশ্য আমাদেরকে সবাই মিলে বাস্তবায়ন করতে হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, যে উদ্দেশ্যে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে।”
বিমান বন্দর থেকে শেরে বাংলা নগরে গিয়ে জিয়াউর রহমানের কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইকবাল হাসান মাহমুদ টুকু্।
এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আমিরুল ইসলাম আলিম, সেলিম রেজা হাবিব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ সিরাজগঞ্জ-পাবনার দলীয় নেতা-কর্মীরা ছিলেন।
গত বছরের ২৩ মে দুর্নীতির এক মামলায় টুকুর বিরুদ্ধে বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখে হাই কোর্ট। পরে জানা যায়, তিনি চিকিৎসার জন্য বিদেশে গেছেন। এরপর আর তিনি দেশে ফেরেননি।