Published : 08 Dec 2024, 07:27 PM
ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিএনপি ও জামায়াত ইসলামীর নেতারা।
রোববার দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল বারিধারায় হাই কমিশনারের বাসভবনে যান।
দেড় ঘণ্টার বৈঠকে তাদেরকে নিয়ে মধ্যাহ্নভোজ সারেন হাই কমিশনার। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরীন মুন্নী ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।
এদিন বিকাল সাড়ে ৩টায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে অংশ নেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব ও মাহমুদুল হাসান চৌধুরী।
অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জামায়াতে ইসলামী।