Published : 13 Apr 2025, 12:27 AM
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের এখতিয়ার নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের জবাব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেছেন, “আমরা যে অনির্বাচিত এ কথা বললো কে? যারা নতুন বাংলাদেশের জন্য পরিবর্তন এনে দিয়েছে, তারাই রাষ্ট্র ও সরকার গঠন করেছে। কাজেই সরকারের দায়িত্ব হল তাদের চাহিদা মেটানো।”
শনিবার বিকালে রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স আয়োজিত 'গণমানুষের জাগ্রত জুলাই' শীর্ষক অনুষ্ঠানে কথা বলছিলেন উপদেষ্টা।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, শহীদ আলভীর বাবা আবুল হাসান, শহীদ নাফিজের বাবা গোলাম রহমান, শহীদ ইমাম হোসেন তামিমের ভাই রবিউল আউয়াল বক্তৃতা করেন।
অনুষ্ঠানে গরীব-অসহায়দের জন্যে মেডিকেল ক্যাম্প, জুলাইয়ের গ্রাফিতি, আন্দোলনের ছবি ও খবরের কাগজ প্রদর্শনী, কবিতাপাঠ, জুলাই আন্দোলনে আহত, সম্মুখ সারির যোদ্ধাদের স্মৃতিচারণ, শিশুদের চিত্রাঙ্কন, ভাবগানের আসর ও বইমেলা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা ফরিদা আখতার বলেন, "জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
“শহীদ পরিবার কিংবা যারা আহত হয়েছেন, তাদের কেউই বলছে না যে জুলাই- অগাস্টের আন্দোলনে গিয়ে ভুল করেছেন। কিন্তু তারা বিচার দেখতে চায়।"
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, "আপনারা নির্বাচনের কথা বলছেন। নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার আসবে ঠিকই, কিন্তু আমরা যে অনির্বাচিত এ কথা বললো কে?"
‘রক্তের বিনিময়ে’ যে বাংলাদেশ অর্জিত হয়েছে, তা রক্ষা করার আহ্বান জানিয়ে ফরিদা আখতার বলেন, "মাজারে হামলা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা নতুন বাংলাদেশে কোনোভাবেই সহ্য করা হবে না। মাজারকেন্দ্রিক নেতিবাচক ধারণা দূর করে মাজারগুলো রক্ষা করতে হবে।"
জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।