Published : 21 Jul 2023, 02:53 PM
বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দেশের ছয় বিভাগে যে ‘তারুণ্যের সমাবেশ’ এর সূচনা হয়েছিল গত মাসে, তার সমাপ্তি হতে যাচ্ছে ঢাকায়।
শনিবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
ঢাকা মহানগর পুলিশের তরফ থেকে ওই সমাবেশের জন্য ইতোমধ্যে ‘মৌখিক অনুমতি’ মিলেছে বলে জানিয়েছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা তরুণদের প্রতিনিধিত্বকারী তিন সংগঠন সারা বাংলাদেশে পাঁচটি সফল সমাবেশ করেছি। আগামীকাল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যোনে তারুণ্যের সমাবেশ।
“আমরা গতকাল রাতে ডিএমপি কমিশনারের কাছে গিয়েছিলাম। মৌখিকভাবে আমাদেরকে অনুমতি দিয়েছে। আমরা মনে করি, তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।”
এই তিন সংগঠনের প্রথম ‘তারুণ্যের সমাবেশ’ হয়েছিল গত ১৪ জুন, চট্টগ্রামে। এরপর বগুড়া, খুলনা, বরিশাল ও দিনাজপুরে সমাবেশ হয়। ‘অধিকারবঞ্চিত তরুণরা’ শনিবার ঢাকার সমাবেশে অংশ নেবে বলেন বলে আশা প্রকাশ করেন যুবদল সভাপতি টুকু।
তিনি বলেন, “শনিবার ঢাকা নগরী তরুণের নগরীতে পরিণত হবে ইনশাল্লাহ। আমরা মাঠে নেমেছি। ৪ কোটি ৭০ লাখের বেশি নতুন ভোটার হওয়ার পরও এই ফ্যাসিস্ট অবৈধ নিশিরাতের ভোট ডাকাত সরকারের কারণে তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।... এভাবে যদি দেশ চলে, প্রশাসন যদি মেধাহীনদের দিয়ে চালানো হয়, তাহলে একসময় এই প্রশাসন ভেঙে পড়বে, বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।”
দেশকে ‘বৈষম্যের রাজনীতি’ থেকে মুক্ত করতে তরুণদেরকে ‘এক হয়ে মাঠে নামার’ আহ্বান জানান যুবদল নেতা।
অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন।