Published : 30 Dec 2023, 04:02 PM
রাজধানীরে সেন্ট্রাল রোডে ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদের নির্বাচনি প্রচারে তার কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে বলে নিউমার্কেট থানার এসআই মো. কামাল জানান।
আহতদের মধ্যে আছেন সোহেল খান, আব্দুল জলিল, রফিকুল ইসলাম জুয়েল, উজ্জ্বল হোসেন, অনিন্দ্র চৌধুরী।
পাঁচ জনের ডাক নাম জানাতে পেরেছে পুলিশ। তারা হলেন জনি, শিশির, তুষার, ইব্রাহিম ও মাহি। বাকি দুইজনের নাম জানাতে পারেনি বাহিনীটি।
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ারর পর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শরীরে নানা ধরনের আঘাতের চিহ্ন থাকলেও তা গুরুতর নয়।
পুলিশের ভাষ্য, আহতরা ওই নির্বাচনি এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতা কর্মী।
এসআই মো. কামাল বলেন, "দলীয় নেতাকর্মীরা নিজেদের মধ্যে মারামারি করেছে বলে আমরা জেনেছি। কী বিষয়ে নিয়ে এই ঝামেলা হয়েছে তা জানার চেষ্টা করছি।"
আহতদের হাসপাতালে নিয়ে আসা দলীয় কর্মী সাহেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফেরদৌসের নির্বাচনি প্রচার চলার সময়ে হামলা হয়েছে।"
কী নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে ঝামেলা লেগেছে তা নিয়ে কিছু বলেননি এই কর্মী।