Published : 20 Apr 2025, 01:06 AM
নিউ জিল্যান্ডের দক্ষিণ দ্বীপের বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে ফেনদেলটন কমিউনিটি সেন্টারে এ আয়োজন করে ‘বাংলাদেশ কালচারাল সোসাইটি ক্যানটাবেরি’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, অনুষ্ঠান শুরু হয় নিউ জিল্যান্ড ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। ক্রিস্টোফার পালমার সঞ্চালনায় পুরো অনুষ্ঠানকে তিন পর্বে ভাগ করা হয়।
প্রথম পর্বে বাংলা নববর্ষকে ঘিরে পরিবেশিত হয় একক ও দলীয় সংগীত। দলীয়ভাবে ‘এসো হে বৈশাখ’ গান দিয়ে শুরু হয় পরিবেশনা, এতে অংশ নেন কনকচাঁপা খাস্তগির, হেলাল উদ্দিন, প্রণমিতা পাল, মুনতাহা কারিনা, আসিবুর রহমান, চৈতী ও মারজান রহমান।
তারপর একে একে মঞ্চে গান শোনাতে আসেন আইয়ান-অর-রাশীদ, ইজহান কবির, মারজান রহমান, নয়নিকা ও রুদ্র, প্রণমিতা পাল, চৈতী ও কনকচাঁপা খাস্তগির। তবলার সুরে সঙ্গ দেন হেলাল উদ্দিন।
দ্বিতীয় পর্বে শিশুদের জন্য আয়োজন করা হয় ‘ট্রেজার হান্ট’ খেলা। তারপর হেলাল উদ্দিনের পরিচালনায় পরিবেশিত হয় গণসংগীত ‘আবার জমবে মেলা বটতলায়’। শেষে পরিবেশিত হয় প্রবাসের প্রাঙ্গণে বাঙালির প্রাণের স্পর্শ নিয়ে আসা ঐতিহ্যবাহী পিঠা-পুলি ও বাংলাদেশি খাবার।
উৎসবে সংগঠনের সভাপতি এম. এম. হারুন-উর-রশীদের রোগমুক্তি চেয়ে প্রার্থনার আয়োজন করা হয়। বিউপনিবেশায়নের প্রেক্ষাপটে সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও অর্থনৈতিক প্রাসঙ্গিকতায় বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরেন এস. এম. আকরামুল কবির।
এই আয়োজন প্রবাসে সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় ভূমিকা রাখবে বলে আশা করছেন অংশগ্রহণকারীরা।