Published : 27 May 2025, 05:02 PM
আসছে কোরবানির ঈদকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার সিডনিতে কেনাকাটাসহ পারিবারিক ও সাংস্কৃতিক আবহে ‘আনন্দ মেলা ঈদ কার্নিভ্যাল’ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
সিডনির একটি কমিউনিটি হাবে শনিবার এ আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অজি এনএসউয়ার্স অ্যাসোসিয়েশন’।
দিনব্যাপী এ আয়োজনের অংশ নেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান ও আফগানিস্তানসহ দক্ষিণ এশীয় নানা দেশের প্রবাসী উদ্যোক্তা ও দর্শনার্থীরা।
মেলায় ছিল দেশীয় খাবার, পোশাক, গয়না, হস্তশিল্প, মেহেদি ও শিল্পসামগ্রীর স্টল। কেনাকাটার পাশাপাশি ছিল খাবারের বৈচিত্র্যপূর্ণ আয়োজন। ঐতিহ্যবাহী খাবারের পসরা আর শিশুদের জন্য ছিল পপকর্ন, ক্যান্ডিফ্লস ও খেলনার স্টল।
উদ্যোক্তাদের একটি বড় অংশ ছিলেন নারী। আয়োজকদের সঙ্গে মেলার ব্যবস্থাপনায় যুক্ত ছিল ‘অজি এনএসউয়ার্স’ ক্রিকেট দল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেল সাংসদ সুসান টেম্পলম্যান, নিউ সাউথ ওয়েলসের অঙ্গরাজ্য সাংসদ ওয়ারেন কারবি এবং ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলর মনিন্দার সিং।
তারা স্টল ঘুরে দেখেন, উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং আয়োজকদের অভিনন্দন জানান। ফেডারেল সাংসদ টেম্পলম্যান বলেন, “এই আয়োজন শুধুই ঈদ নয়, বরং সংস্কৃতি ও কমিউনিটির সংযোগ।”
সাংসদ কারবি নারী উদ্যোক্তাদের সক্রিয় উপস্থিতিকে ‘ভবিষ্যতের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত’ হিসেবে দেখেন। কাউন্সিলর সিং একে ‘বৈচিত্র্যপূর্ণ সমাজের প্রতিচ্ছবি’ হিসেবে অভিহিত করেন।