Published : 20 Aug 2024, 10:41 PM
ওইদিন দুপুরে বৃষ্টি হচ্ছিল। তিনতলায় বাসার জানালা খুলে বৃষ্টির পানি নিয়ে খেলছিল শিশুটি। বৃষ্টি ছুঁতে চাওয়ার চেষ্টার মধ্যেই হঠাৎ সে জানালা দিয়ে নিচে পড়ে যায়।
স্থানীয় সময় সোমবার ইতালির বলোনিয়া শহরে নিজ বাসায় ঘটা এ দুর্ঘটনার এমনই বর্ণনা দেন শিশুটির চাচা প্রবাসী সেজান হাওলাদার।
শিশুটির নাম ফাতিহা (৩), বাবা মো. ফয়সাল মোল্লা। তাদের বাড়ি বাংলাদেশের শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সেজান বলেন, শিশুটির মা স্থানীয় জরুরি সেবায় ফোন করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ফাতিহাকে। সেখানে বিকেল চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
ফাতিহার জন্ম ইতালিতে। তার বাবা মো. ফয়সাল মোল্লা প্রায় ১২ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। সাত মাস আগে তাদের আরো একটি মেয়েসন্তানের জন্ম হয়।
মিলান কনস্যুলেট জেনারেল অফিসের কনসাল সাব্বির আহমেদ বলেন, “আমরা স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। কনস্যুলেট অফিস থেকে নিহত শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। পরিবার যদি লাশ দেশে পাঠাতে চায়, কনস্যুলেট অফিস সহযোগিতা করবে।”
তবে নিহতের চাচা সেজান হাওলাদার বলেন, “ফাতিহার লাশ আমরা বাংলাদেশে পাঠাবো না। তার বাবা-মা তাকে স্থানীয় কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নিয়েছেন।”