Published : 17 Oct 2024, 11:26 PM
৭ মার্চ কোনো ঐতিহাসিক মাইলফলক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, “৭ মার্চ কোনো ঐতিহাসিক মাইলফলক নয়। ওই ভাষণে স্বাধীনতার ঘোষণার বদলে জয়বাংলা, জয় পাকিস্তান বলা হয়েছিল। তাই বলি, ইতিহাস নিয়ে বেশি খোঁচাখুঁচি করবেন না। বেশি খোঁচালে আসল রহস্য বেড়িয়ে পড়বে।
“ইতিহাস কোনো রাবার দিয়ে মুছে ফেলার বিষয় না। ইতিহাস জীবন্ত এবং জ্বলজ্বল করে। ইতিহাস কাউকে ক্ষমা করে না।”
বিদেশ থেকে দুই বছর পর সিরাজগঞ্জে ফেরেন সাবেক এই প্রতিমন্ত্রী। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন নতুন সড়কে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে টুকু এসব কথা বলেন।
এর আগে সমাবেশ চলার সময় মঞ্চ ভেঙে পড়ে। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
এরপর মঞ্চ থেকে সরে এসে ইকবাল হাসান মাহমুদ টুকু সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য দেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আওয়ামী লীগ ১৬ বছর বিএনপি নেতাকর্মীদের ঘর থেকে বের হতে দেয়নি। আমাকেও দুই বছর দেশে থাকতে দেওয়া হয়নি। অনেকে বলেছেন, আমি পালিয়ে গেছি। আসলে তা সত্য নয়।
“আমি স্পষ্ট ঘোষণা দিয়েছিলাম, আমি আওয়ামী লীগের কোনো জেলে জেল খাটব না। আওয়ামী লীগ জানতো আমি কোথায় আছি, কী করছি। সরকার জানতো, আমি কোথায় কোথায় মিটিং করেছি।”
তিনি বলেন, “তোমাদের মত ইঁদুরের গর্তে পালাইনি। এখন তো তোমাদের গরম পানি দিয়েও বের করা যাচ্ছে না।”
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “অতি উৎসাহিত হওয়ার কিছু নেই। সাঈদ ও মুগ্ধদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা রক্ষা করতে হবে। মনে রাখবেন, আমাদের সংগ্রাম কেবল শুরু হয়েছে। মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করবো, মানুষের সঙ্গে ভাল ব্যবহার করবো।”
তিনি একটি দলকে ইঙ্গিত করে বলেন, “অনেকেই এখন আমাদের ভোট ব্যাংকে ভাগ বসাতে চায়। তাদের মিষ্টি কথায় ভুলবেন না।”
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন দলের রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম।
বিগত সরকারের আমলে একটি মামলায় সাজা হওয়ার পর দুই বছর দেশে ছিলেন না টুকু। ৬ অক্টোবর তিনি দেশে ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।