Published : 26 Dec 2024, 09:04 PM
টংগীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের মাওলানা সাদের অনুসারীদের হামলায় হতাহতের ঘটনার বিচারের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি দিয়েছেন ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের তাজ উদ্দীন আহমদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
কাপাসিয়া মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান মারুফ বলেন, “কাপাসিয়ায় সাদপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে। উপজেলায় কোনো মসজিদে সাদপন্থীদের কোনো জামাত প্রবেশ করতে পারবে না।”
কাপাসিয়া উপজেলা কওমী পরিষদের সভপাতি মুফতি আজমল হোসেন খান বলেন, “সাদপন্থীরা কোরআন ও সুন্নাহ পরীপন্থী। এক সপ্তাহের মধ্যে কাপাসিয়ার সাদপন্থীদের আস্তানা বন্ধ করতে হবে।”
উপজেলা কওমী পরিষদের সাধারণ সম্পাদক মুফতি নিজাম উদ্দিন বলেন, “এক বিপদ ভারতে গেছে, আরেক বিপদ ভারত থেকে আনতে চাচ্ছে।”
যারা সাদপন্থী- তারা ভুল পথে আছেন দাবি করে তাদেরকে সঠিক পথে আসার আহ্বান জানান তিনি।
মুফতি আব্দুল গাফ্ফার বলেন, “আজকে দাবি না মানলে আমরা যদি মারা যাই তাহলে প্রশাসনের জবাব দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছেড়ে যাব না।”
সমাবেশে অন্য বক্তারা বলেন, তারা সাদ ও জুবায়ের পন্থী বুঝেন না। তাদের তাবলীগ জামাতের চার জন সাথী খুন হয়েছে, তারা খুনের বিচার চান।
তারা আরও বলেন, মানুষের মধ্যে মতের অমিল, ভিন্নমত, সংগ্রাম ও বিরোধিতা থাকতে পারে। কিন্তু মানুষ হয়ে মানুষকে হত্যা করা যায় না। তারা এই হত্যাকারীদের বিচার চাই। তাদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।
সমাবেশে অংগ্রহণকারীরা মাওলানা সাদের অনুসারীদের ‘উগ্রবাদী’ হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- কাপাসিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মমিনুল হক, খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস, কাপাসিয়া উপজেলা ইমাম পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান, উপজেলা তাবলীগ জামাতের সূরার সাথী ডক্টর আব্দিল মান্নান, মাওলানা আব্দুছ ছাত্তার, মাওলানা আসাদুজ্জামান ।
পরে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার পক্ষ থেকে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয়ে তামান্না তাসনীম বলেন, “স্মারকলিপি পেয়েছি। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
আগের সংবাদ
মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নূর গ্রেপ্তার
ইজতেমা মাঠে নিহত: জোবায়েরপন্থিদের মামলায় আসামি কয়েকশ
টঙ্গীতে সংঘর্ষ: নিহতের সংখ্যা আসলে কত?
ফাঁকা ইজতেমা ময়দান প্রশাসনের নিয়ন্ত্রণে
খালি হচ্ছে ইজতেমার মাঠ, নিরাপত্তা জোরদার