Published : 05 Jun 2025, 08:05 PM
নোয়াখালী সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের গোরাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম জানান।
মৃত দুই শিশু হল- ওই গ্রামের নুরুদ্দিনের ছেলে মো. সিয়াম (৩) এবং ফারুক হোসেনের মেয়ে ফাতেমা আক্তার (২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
পরিবার জানায়, শিশু দুটি দুপুর ২টার দিকে বসত ঘরের সামনে খেলা করছিল। একসময় তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।
তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে দুজনকে পুকুর থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, “ভাই-বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।”