Published : 05 Feb 2025, 10:46 AM
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির প্রাণ গেছে।
নিহত ৩৮ বছর বয়সী মজনু মিয়া ওই উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজনু মারা যান।
এর আগে সকালে উপজেলার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের গোদারিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “মোটরসাইকেলে করে ঝানজাইল থেকে দুর্গাপুর শহরের দিকে যাচ্ছিলেন মজনু মিয়া। পথে গোদারিয়া চৌরাস্তা এলাকায় দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ মজনু রাস্তায় ছিটকে পড়েন।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
মজনু গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া আমিন মার্কেটে মুদির দোকান চালাতেন বলে জানা গেছে।