Published : 06 Jun 2025, 05:38 PM
ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে খাগড়াছড়ির দুটি পরিবহনকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার দুপুরে খাগড়াছড়ির ‘প্রবেশদ্বার’ মানিকছড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া জানান।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী শান্তি পরিবহন ও খাগড়াছড়ি পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে।
যাত্রীপ্রতি নির্ধারিত ভাড়া ২৭০ টাকা। অথচ প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় ৪০০ টাকা করে। এজন্য শান্তি পরিবহনের তিনটি বাস এবং খাগড়াছড়ি পরিবহনের একটি বাসকে জরিমানা করা হয়।
যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন অনুযায়ী ১১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া সব যাত্রীর অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।
ইউএনও বলেন, “আমরা যাত্রীদের অনুরোধ করেছি, অতিরিক্ত ভাড়া আদায় করলে ৯৯৯ নম্বরে ফোন করলে সংশ্লিষ্ট উপজেলা অভিযান পরিচালনা করবে।”
এদিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়ক এবং খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে অটোরিকশা ও মাহেন্দ্র পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, “যেখানেই বাড়তি ভাড়া আদায় করা হবে সেখানে আমরা অভিযান পরিচালনা করব।”