Published : 18 Mar 2024, 08:07 PM
কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের বগি পড়ে বিধ্বস্ত এক দম্পতির ঘর নতুন করে তৈরি করে দিচ্ছে উপজেলা প্রশাসন।
রোববার ট্রেনটির দুটি বগি আড়াআড়িভাবে গিয়ে পড়েছিল ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে থাকা বৃদ্ধ চাঁন মিয়া ও মনোয়ারা বেগমের একচালা ঘরে। এতে দুজন প্রাণে বেঁচে গেলেও মাথা গোজার ঠাঁই হারান।
বিষয়টি জানার পর পরই ওই দম্পতিকে ঘর করে দেওয়া এবং আরও কিছু আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন জানান।
রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশন সংলগ্ন ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের ১৮টি বগির মধ্যে নয়টি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়।
দুর্ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পর চট্টগ্রামগামী লাইন (ডাউন লাইন) দিয়ে দুই দিকের ট্রেন চলাচল শুরু হয়। যে লাইনে দুর্ঘটনা ঘটেছে, সেই ঢাকামুখী লাইন (আপ লাইন) ঠিক হতে দুয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে ক্ষতিগ্রস্ত বৃদ্ধ চাঁন মিয়া বলেন, “দুপুরের নামাজ পড়ে ঘরেই শুয়েছিলাম। হঠাৎ বিকট শব্দ হলো। ঘর ভেঙে পড়ছে টের পেয়ে স্ত্রীকে নিয়ে কোনোরকমে বের হয়ে আসি এবং প্রাণে বাঁচি।
“আমরা দুজনই ব্যথা পেয়েছি। জায়গা-সম্পত্তি না থাকায় রেললাইনের পাশে কোনোরকমে একচালা টিনের ঘর বানিয়ে বাস করছিলাম। মানুষের কাছে চেয়ে যা পাই তা দিয়ে জীবন চালাই।”
প্রশাসন নতুন ঘর করে দেবে এই খবরে খুব খুশি চাঁন মিয়া। তিনি বলছিলেন, “ভেবেছিলাম মাথা গোঁজার একমাত্র ঠাঁই হারিয়ে স্ত্রীকে নিয়ে রাস্তায় থাকবে হবে। কিন্তু উপজেলা প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি।”
ইউএনও মো. ইসমাইল হোসেন বলেন, “আমি চাঁন মিয়া ও মনোয়ারা দম্পতির সঙ্গে দেখা করেছি। তাদের সঙ্গে কথা বলেছি।
“উপজেলা প্রশাসনের পক্ষে থেকে আগামী দুদিনের মধ্যে তাদেরকে আমরা নতুন ঘর তৈরি করে দেব। পাশাপাশি তাদের আর্থিক প্রণোদনাসহ ১০টি হাঁস, ১০টি মোরগ এবং দুটি ছাগল কিনে দেওয়া হবে”, বলেন ইউএনও।
আরও পড়ুন
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত: ১৪ ঘণ্টা পর চট্টগ্রামের পথে ট্রেন চলাচল স্বাভাবিক
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত: স্টেশনে স্টেশনে আটকা ট্রেন, যাত্রীদের দুর্ভোগ
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রামের সঙ্গে চারটি ট্রেনের যাত্রা বাতিল
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত: তদন্তে রেলের চার সদস্যের কমিটি