Published : 03 Jun 2025, 10:16 PM
সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার নারায়ণগঞ্জের সাংবাদিক ও জুলাই অভ্যুত্থানের কর্মী জান্নাতুল ফেরদৌস জিসানের জামিন আবেদন চতুর্থবারের মত নাকচ করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ তা নাকচ করে দেন বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক নয়ন।
এর আগে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে তিন দফায় তার জামিন আবেদন নাকচ হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক মামলায় ১২ মে গভীর রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার হন অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’ এর প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জিসান। একই মামলায় গ্রেপ্তার হয়ে জিসানের বাবা মো. হানিফ ও চাচা ফুড ব্লগার শওকত মিথুনও কারাগারে।
জিসানের আইনজীবী আওলাদ হোসেন বলেন, “জিসান একজন সাংবাদিক, তার চাচা একজন ফুড ব্লগার। অথচ মিথ্যা অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জুলাই আন্দোলনেও ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ছিল। তাছাড়া, তাদের বিরুদ্ধে সব অভিযোগ জামিনযোগ্য ধারায়। আমরা বিষয়গুলো তুলে ধরেছি আদালতে, কিন্তু আদালত এবারও জামিন আবেদন নাকচ করেছে। আমরা ন্যায়বিচার পাইনি।”
জামিন না পাওয়াতে জিসান গত ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকের ভর্তি পরীক্ষাও দিয়েছেন কারাগারে।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে সাংবাদিক জিসানের মুক্তি ও 'হয়রানি' বন্ধের দাবি
সাংবাদিক জিসানের জামিন আবেদন আবারো নাকচ
ছাত্র আন্দোলনে হত্যার মামলা: বাদী জানেন না আসামির নাম দিল কারা?