Published : 27 Jun 2025, 06:29 PM
মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, খালি ম্যাগাজিন ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়।
শুক্রবার ভোরে উপজেলার গাংনী এলাঙ্গি গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানান গাংনী থানার ওসি বানী ইসরাইল।
আটক জাফর আলী (৫০) উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
গাংনী সেনাবাহিনী ক্যাম্প থেকে জানা গেছে, গোপন খবর পেয়ে যৌথ বাহিনী জাফর আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা বাড়ির ভিতর ও বাইরে তল্লাশি করা হয়। এক পর্যায়ে বাড়ির আঙ্গিনা সংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও হাতবোমা পাওয়া যায়।
এ ঘটনায় বিএনপি নেতা জাফর আলীকে আটক করে গাংনী সেনা ক্যাম্পে নেওয়া হয় এবং পিস্তলের প্রকৃত মালিকানা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়।
ওসি বানী ইসরাইল বলেন, জাফর আলীকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হবে।