Published : 07 Jun 2024, 12:44 PM
মাদারীপুরের কালকিনি উপজেলায় বোমা হামলায় এক মালয়েশিয়া প্রবাসী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কালকিনি থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
আহত ৩৫ বছর বয়সী দ্বীন ইসলাম ওই গ্রামের মৃত মফসের হাওলাদারের ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “দ্বীন সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে আসেন। বৃহস্পতিবার বিকালে তার সদ্য নবজাতক ভাতিজিকে দেখতে বড় ভাইয়ের শ্বশুরবাড়ি যান। প্রচণ্ড গরমের কারণে দ্বীন ওই বাড়ির উঠানে একটি চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন।
“এ সময় গ্রাম্য দলাদলির জেরে একই গ্রামের আপন কাজীর লোকজন দ্বীনের বড় ভাইয়ের শ্বশুর আনসার হাওলাদারের বাড়িতে হাতবোমার বিস্ফোরণ ঘটায়।”
এ সময় বোমার আঘাতে চেয়ারে বসে থাকা দ্বীন গুরুতর আহত হন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্বীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান ওসি সরকার আব্দুল্লাহ।
দ্বীনের ভাই কামাল হাওলাদার বলছেন, “আমার ভাই বোমার আঘাতে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যারা বোমা মেরেছে, আমি তাদের শাস্তি দাবি করছি।”
এদিকে ঘটনার পর এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে ওসি সরকার আব্দুল্লাহ বলেন, বোমা বিস্ফোরণে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।