Published : 11 Feb 2025, 12:31 AM
খাগড়াছড়ির দীঘিনালা ও রামগড়ে অবৈধভাবে পরিচালিত সাত ইটভাটায় অভিযান চালিয়েছে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও হাকিম মো. মামুনুর রশীদ।
অভিযানে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে উপজেলার ফোর বি ভাটার মো. আবদুল্লাহকে ১ লাখ টাকা ও কেবিএম ভাটার মো. আবদুর রবকে ১ লাখ টাকা জরিমানা করা হয় বলে মামুনুর রশীদ জানান।
পরে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিভিয়ে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী হাকিম মামুনুর রশীদ বলেন, “হাই কোর্টের নির্দেশ অমান্য করে ইটভাটা কার্যক্রম চলমান রাখায় এ অভিযান পরিচালনা করা হয়।”
এছাড়া বিকালে রামগড় উপজেলাধীন অবৈধ ইটভাটায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান তুহিন।
অভিযানে পাঁচটি ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ভঙ্গ করায় প্রত্যেক ইটভাটার মালিককে ৫০ হাজার করে আড়াই লাখ টাকা অর্থদণ্ড, পরে টাকা আদায় করা হয়।
আপন ব্রিকস, মেঘনা ব্রিকস, নুরজাহান নুর ব্রিকস, হাজেরা ব্রিকস ও নুরুল ইসলাম বিক্সসকে জরিমানার আওতায় আনা হয়।
সোমবার দুপুরে ডিসির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ইটভাটায় বনের কাঠ পোড়ানা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।