Published : 23 Oct 2024, 11:20 PM
নেত্রকোণায় কেন্দুয়া প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় সম্মেলনের মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচিত হয় বলে জানান প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উদ্দিন ভুইয়া।
তিনি ফলাফল ঘোষণা করে বলেন, আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন সেকুল ইসলাম খান এবং সাধাররণ সম্পাদক হয়েছেন আব্দুল হাই সেলিম।
কমিটি নির্বাচনের আগে প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী কাজলের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান, প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন, লাভলু পাল চৌধুরী।