Published : 10 May 2025, 12:44 AM
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের নদীপথ দিয়ে প্রায় ৬২ জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করার তথ্য দিয়েছে বন বিভাগ।
শুক্রবার বিকাল ৩টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়ীয়া এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ‘ঠেলে দেয়’। তবে এসব ব্যক্তি বাংলাদেশি না ভারতীয়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী এবিএম হাবিবুল ইসলাম বলেন, “অনুপ্রবেশ করা প্রায় ৬২ জনকে আটক করে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
“জিজ্ঞাসাবাদে তারা বলছেন, বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আরও কিছু লোককে বিএসএফ বনের ভেতর রেখে গেছে।”
বন বিভাগের এ কর্মকর্তা বলেন, “বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারা নেবেন।”
এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কোস্টগার্ড কৈখালি স্টেশন বলছে, সুন্দরবন থেকে ৬২ জনকে আটকের বিষয়টি তারা বন বিভাগের মাধ্যমে জানতে পেরেছেন।