Published : 20 Jun 2025, 03:34 PM
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ঘরে ঢুকে এক বৃদ্ধাকে গলা কেটে করে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ওসমান আলী হাজী বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানিয়েছেন।
নিহত ৭০ বছর বয়সী সিতারা বেগম ওই বাড়ির মোফাজ্জল হকের স্ত্রী।
তার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি বলেন, “পাঁচ সন্তানের জননী সিতারা বেগম এক ছেলের সঙ্গে সোনাইমুড়ী পৌরসভা এলাকায় থাকতেন। ঈদের ছুটিতে কালিকাপুর গ্রামের বাড়িতে বেড়াতে যান তিনি। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে একা ঘুমিয়েছিলেন।
“শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাড়ির লোকজন সিতারার সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের সিঁধ কাটা দেখা যায়।”
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিঁধ কেটে চুরি করতে ঘরে প্রবেশের পর সিতারা বেগম দেখে ফেলায় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।”
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মোরশেদ আলম।