Published : 26 May 2025, 04:14 PM
রাঙামাটির নানিয়ারচর-লংগদু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ‘বন, পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস’ করে এই সড়ক চান না নানিয়ারচরে বাসিন্দারা।
সোমবার দুপুরে নানিয়ারচর উপজেলার টি অ্যান্ড টি বাজারে ‘নানিয়ারচর-লংগদু বন ও পরিবেশ রক্ষা কমিটির’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে কলেজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে টি অ্যান্ড টি বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী চাকমার সভাপতিত্বে এতে স্থানীয় কারবারি (গ্রামপ্রধান) সুশান্তি চাকমা, নানিয়ারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিনয় কৃঞ্চ খীসাসহ অনেকেই বক্তব্য দেন।
এ সময় ৬৬ নম্বর এগারাইল্যাছড়া মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) নানিয়ারচর-লংগদু বন ও পরিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক জ্ঞান বিকাশ তালুকদার, নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অনিতা চাকমা এবং সাবেক ইউপি সদস্য সেন্টু চাকমা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নির্বিচারে বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীববৈচিত্র্য হুমকির মুখে। বন, ফসলি মাঠ ধ্বংস করে নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক করলে পরিবেশের ওপর আরও ঝুঁকি বাড়বে। অনেকের ফসলি জমি, গাছ, ভূমি ধ্বংস হবে।
গ্রামগুলোতে এখন সুপেয় পানির তীব্র সংকট। ক্রমাগত গাছপালা নিধনের ফলে সেটি দিন দিন আরও বাড়বে। সড়কের নামে জীববৈচিত্র্য ধ্বংস হলে মানুষের জীবন বিপন্নের পাশাপাশি টিকে থাকা আরও কঠিন হয়ে যাবে।
নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পী চাকমা বলেন, “পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা যেন সড়ক নির্মাণের প্রকল্পটি বাতিল করেন। পাহাড়ে পানির সংকট। জীববৈচিত্র্য হুমকির মুখে। বন ধ্বংসের ফলে পাহাড়ে পানির সংকট, জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। আমরা চাই আমাদের জন্য হলেও এই প্রকল্পটি বাতিল করা হোক।”
সম্প্রতি নানিয়ারচর উপজেলার সঙ্গে লংগদু উপজেলার ২৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। তবে প্রকল্পটি বাস্তবায়ন হলে পরিবেশগত ঝুঁকি বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।