Published : 12 Jun 2025, 06:25 PM
খাগড়াছড়ির মানিকছড়িতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম থেকে বহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে মানিকছড়ি থানার ওসি মাহমুদুল হাসান রুবেল জানান।
মৃত মিনজু আক্তার (২৩) গোদাতলী এলাকার বাসিন্দা আহম্মদ নবীর মেয়ে ও দুই শিশু কন্যা সন্তানের জননী।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিনজুর স্বামী মো. ফরহাদ ও দেবর মো. সোহাগকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়রা বলছে, সকাল ৭টার দিকে বাড়ির অদূরে আম গাছের নিচে মিনজুর লাশ নিয়ে বিলাপ করছিলেন স্বামী ফরহাদ। প্রতিবেশীরা এগিয়ে আসলে ফরহাদ পারিবারিক কলহের জেরে মিনজু আম গাছে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান। পরে থানা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
তবে নিহত মিনজুর বাবার পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’।
ওসি মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, “তদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড। তবে আমাদের প্রাথমিক ধারণা, দাম্পত্য কলহ থেকে ওই নারী সুইসাইড করেছেন।”