Published : 16 Feb 2024, 03:06 PM
শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতুড়ির আঘাতে বাবা মারা যাওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ছেলেকে আটক করেছে। তবে পরিবারের দাবি, ওই যুবক মানসিক ভারসাম্যহীন।
শুক্রবার ভোরে শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী।
নিহত ৬০ বছর বয়সী আবুল কালাম ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। আবুল কালামের ছেলে সাজিদকে (২৬) আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আবুল কালামের এক ছেলে ঢাকায় চাকরি করেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় সাজিদ বাড়িতেই থাকতেন।
ওসি জানান, শুক্রবার ভোর রাতে আকস্মিভাবে সাজিদ তার বাবার ওপর আক্রমণ করে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠায় এবং সাজিদকে আটক করে থানায় নিয়ে আসে
ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, “আমরা অভিযুক্তকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।”