Published : 09 Jun 2025, 11:21 AM
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের গাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গাজী বাড়ির পুকুর থেকে রোববার রাত ১২টার দিকে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করা হয় বলে রামগঞ্জ থানার ওসি আবুল বাশার জানিয়েছেন।
মৃত ৪৫ বছর বয়সী আব্দুর রহিম একই এলাকার বাসিন্দা ও পেশায় শ্রমিক।
তার সংসারে স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “আব্দুর রহিমের আত্মীয় লিলি আক্তারের একটি হাঁস পুকুরে ছিল। লিলি রহিমকে পুকুর থেকে হাঁসটি উদ্ধার করে দিতে বলেন।
“পরে হাঁস ধরতে রহিম পুকুরে নেমে আর উঠে আসেননি। এ পর্যায়ে তিনি ডুবে যান।”
পরে রোববার ৮টা থেকে প্রায় চার ঘণ্টা চেষ্টা করে স্থানীয়রা পুকুর থেকে রহিমের মরদেহ উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।