Published : 25 Aug 2024, 06:31 PM
পাবনার বেড়া উপজেলায় দুইদিন আগে নিখোঁজ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টর দিকে জেলার বেড়া উপজেলা নতুন ভারঙ্গা ইউনিয়ন এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধারের খবর জানান বেড়া থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান।
নিহত গৃহবধূ লাকী খাতুন (৩৬) নতুন ভারঙ্গা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন লাকী। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় বেড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।”
নিহতের স্বামী রবিউল ইসলাম বলেছেন, “পাশের এলাকার রফিক নামে এক ব্যক্তির সঙ্গে লাকীর সম্পর্ক ছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।”
এ প্রসঙ্গে ওসি সিদ্দিকুর বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।”