Published : 07 Sep 2024, 09:34 PM
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিকদলের সমাবেশে মঞ্চে ওঠাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
শনিবার বিকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
শিল্পাঞ্চলে কারখানায় ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ সৃষ্টির ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
তবে ধামসোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক দাবি করা মাজহারুল ইসলাম ছাড়া আহত অন্যদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ওই এলাকায় জাতীয়তাবাদী শ্রমিকদলের আশুলিয়া থানা ইউনিটের সমাবেশ হয়। শুরুতে ট্রাকের অস্থায়ী মঞ্চে ওঠাকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়।
এক পর্যায়ে ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খানকে মঞ্চ থেকে ফেলে দেওয়া হয়। একটি পক্ষ এসে তাকে পিটিয়ে আহত করে। তখন দুপক্ষের সংঘর্ষ ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।
আহত মাজহারুল ইসলাম বলেন, “আমি ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের রানিং সাধারণ সম্পাদক। আমাকে স্টেজ থেকে ফেলে দেওয়া হয়। গফুর চেয়ারম্যানের লোকজন আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের অন্তত ৫ জন আহত হয়েছেন, আমিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।”
তবে এ ব্যাপারে জানতে আব্দুল গফুরের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।