Published : 24 Jul 2024, 09:12 PM
কারফিউ শিথিল হওয়ার পর ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের তৈরি পোশাক কারখানায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা তৈরি হলে কারফিউ জারীর মধ্যে সব কারখানা বন্ধ হয়ে যায়।
বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ার ঘোষণার পর শ্রমিকরা সকাল থেকেই নিজেদের কর্মক্ষেত্রে যোগদান করে।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নির্বাহী পরিচালক মো. আহসান কবীর জানান, দুটি ইপিজেডে ৮৬টি শিল্প-কারখানা রয়েছে। বুধবার সবগুলো কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারওয়ার আলম বলেন, “সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে এক হাজার ৮০০ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে দু-একটি বাদে সব প্রতিষ্ঠানে কাজ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
শিল্প এলাকায় এবং মহাসড়কে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মহাসড়কে সব ধরনের যানবাহনও চলাচল করছে বলে জানান পুলিশ সুপার।