Published : 30 Dec 2024, 11:57 PM
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পরদিন সোমবার নিহতের বাবা মামলা করলে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া।
গ্রেপ্তার ইসমাইল সেখ (২৬) ওই এলাকার তাইজুল সেখের ছেলে। তিনি বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর লাউপালা কওমি মাদরাসার শিক্ষক।
নিহত জান্নাতুল ফেরদাউস (২০) বাগেরহাটের চিতলমারী উপজেলার শৈলদাহ গ্রামের গোলাম মোস্তাফার মেয়ে।
স্থানীয়রা জানান, রোববার রাতে জান্নাতুল ফেরদাউসকে স্বামীর ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় দেখা যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিপন পাল বলেন, জান্নাতুল ফেরদাউসকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহতের মা পারভীন বেগমের বলেন, “আড়াই বছর আগে ইসমাইলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মেয়েকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করতেন ইসমাইল।”
তার মেয়েকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “স্ত্রীকে হত্যার অভিযোগে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”