Published : 18 Oct 2024, 10:59 PM
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি বাসা থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় মিজমিজি পাইনাদী মধ্যপাড়া এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল-মামুন।
মৃতরা হলেন- মো. আবুল কালাম (৬২) এবং তার স্ত্রী আমেনা বেগম ময়না (৫৭)। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলা।
প্রতিবেশীদের বরাতে ওসি আল-মামুন জানান, ওই এলাকার একটি ভাড়া বাসায় প্রায় এক বছর ধরে বসবাস করে আসছেন কালাম ও আমেনা। বাড়িতে শুধু স্বামী-স্ত্রী থাকতেন। তাদের দুই ছেলে অন্যত্র ভাড়া থাকেন।
“শুক্রবার দুপুরে তাদের ঘরের দরজা খোলা ছিল। প্রতিবেশীরা ভেতরে ঢুকে খাটের উপর দুজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানান ওসি আল-মামুন।
কালামের বড় ছেলে মো. মানিক বলেন, তার মা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাবাও ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। প্রতিবেশীদের মাধ্যমে বাবা-মার মৃত্যুর খবর পেয়ে তিনি এসেছেন।
রাতে ঘটনাস্থল পরিদর্শন গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম বলেন, সিআইডি দল আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।