Published : 07 Nov 2024, 08:29 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন পাঁচ শিক্ষক।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন-উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শায়লা শারমীন সেতু, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক অসীম চন্দ্র রায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শামসুন্নাহার খন্দকার ও ইংরেজি বিভাগের প্রভাষক সালাহ উদ্দিন।
আদেশে বলা হয়, পাঁচজন শিক্ষককে যোগদানের তারিখ হতে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর নিয়োগ করা হল। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী সুবিধা ভোগ করবেন।