Published : 17 May 2025, 05:02 PM
এবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।
হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, “শনিবার ভোর ৫টার দিকে উপজেলার চাপসার বিওপির সীমান্ত এলাকা দিয়ে ১২ নারী ও পাঁচ শিশুকে ঠেলে দেওয়া হয়।
“পরে দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন চাপসার বিওপির একটি টহল দল ৩৪৮/২ এস মেইন পিলার থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাদের আটক করে।”
আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
গত কিছু দিন ধরেই দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোজনকে ঠেলে দিচ্ছে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।
এর মধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত পথে আসা ব্যক্তিরা হলেন- যশোর জেলার বেনাপোল থানার রফিকুল ইসলামের স্ত্রী মোছা. পারভীন বেগম (৪৫), ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানার মৃত সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৪৫), যশোর জেলার শার্শা থানার মৃত রবিউল ইসলামের স্ত্রী মোছা. নুরুন নাহার বেগম (৫০), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মৃত ইউসুফ আলীর স্ত্রী মোছা. ময়না বেগম (৫০), যশোর জেলার যশোর সদর থানার মৃত আরশাদুল হকের স্ত্রী মোছা. শায়না শেখ (৪০), যশোর জেলার ঝিকরগাছা থানার মৃত রবিউল গাজীর স্ত্রী মোছা. রহিমা গাজী (৪৫), যশোর জেলার মনিরামপুর থানার আলআমিন মিয়ার স্ত্রী মোছা. বিলকিছ বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার রুহুল আমিনের স্ত্রী মোছা. রাশিদা বেগম (৬০), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের স্ত্রী মোছা. নুরতাজ বেগম (৩০), বরিশাল জেলার গৌরনদী থানার সোহেল শিকদারের স্ত্রী নাছিমা বেগম (৩৫), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার স্ত্রী মোছা. লাভলী (৩৫)। বাকি পাঁচজন শিশু।
হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, “বিজিবি তাদেরকে এরই মধ্যে থানায় হস্তান্তর করেছে।”