Published : 14 May 2025, 01:52 AM
লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে এক নারীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ‘কারি সাহেবের বাড়ি’ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তাজিয়া বেগমকে (৬৫) কেন হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে পরিবারের তরফে গয়না খোয়া যাওয়ার অভিযোগ তোলা হয়েছে।
তাজিয়ার স্বামীর নাম আব্দুল মান্নান।
নিহতের ভাগিনা এনামুল চৌধুরী পাভেল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ফুফুকে গলা কেটে হত্যা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। কী কারণে এমনটি হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে তার গলা ও নাকের গহনা লুট করে নিয়ে গেছে।”
স্বজনরা বলছেন, আব্দুল মান্নান বাড়ি ছিলেন না। ঘরে তাজিয়া একাই ছিলেন। মান্নান বাড়ি ফিরে দেখেন রান্না ঘরে স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আসে।
তারা নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ হাসপাতালে নিয়ে যায়।
স্বজনদের বরাতে রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, ঘটনার সময় ওই নারী রান্না করছিলেন। বটি দিয়ে গলা কেটে তাকে হত্যা করে।