Published : 24 Mar 2025, 12:34 AM
যশোরের একটি হোস্টেলে ‘ধর্ষণের পর’ ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগে বান্দরবানে মানববন্ধন করেছে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন।
রোববার সকালে শহরের প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংগঠন। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ত্রিপুরা শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম এলাকার বাসিন্দা ওই কিশোরী যশোরের কেশবপুর থানার আউট রিচ গার্লস হোস্টেলে থেকে লেখাপড়া করতেন। তিনি কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ট শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ওই কিশোরী গত ১৫ মার্চ ‘আত্মহত্যা করেছে’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে জানতে পারেন স্বজনরা।
মানববন্ধনে নিহতের বাবা বলেন, থানচির দুর্গম এলাকা থেকে মেয়েটিকে লেখাপড়া করানো জন্য হোস্টেলে পাঠানো হয়েছিল। হঠাৎ খবর মেলে মারা গেছেন। কিন্তু কী কারণে তা বলছেন না কেই। কেশবপুরু এলাকায় গিয়ে দেখি মেয়ের লাশ পর্যন্ত ফেরত দিচ্ছে না।
পরে মেয়েকে ‘ধর্ষণের পর হত্যা করা’ হয়েছে বলে জানতে পারেন তিনি। তার অভিযোগ, এ কাজে হোস্টেল পরিচালক নিজেও জড়িত।
তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তার করলে সত্যি বিষয় বের হয়ে আসবে বলে তিনি মনে করনে।
মানববন্ধন শেষে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে ডিসির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে ওই কিশোরীর ’হত্যার’ ঘটনায় সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানানো হয়।