Published : 21 May 2024, 03:28 PM
বেলা সাড়ে ১১টা। সরকারি আদিতমারী গিরিজা শংকর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে শুনশান নিরবতা। প্রশাসনের লোকজনও অনেকটাই নির্ভার বসে সময় পার করছেন। কেন্দ্রটিতে ওই সময় পর্যন্ত একভাগ ভোটারও আসেননি ভোট দিতে।
মঙ্গলবার আদিতমারী উপজেলার ওই কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়। কেন্দ্রের বাইরে এসে কথা হয় হয় আব্দুল হক (৫২) নামে এক ভোটারের সঙ্গে।
ভোটের কথা তুলতেই তিনি বলেন, “তোমার ভোটোক ঠ্যাকি (বয়কট) করছে মানুষ”। যে কয়টা মানুষ দ্যাখেন ওই কয়টা আসচে ভাইস চেয়ারম্যানের পীড়াপীড়িতে।”
দ্বিতীয় ধাপে লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
দুই উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। ভোট কেন্দ্রগুলো একেবারেই ফাঁকা। সকাল ৮টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা কোনো ভোটারের খবরই ছিল না।
তবে প্রিজাইডিং কর্মকর্তাদের আশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।
সকাল পৌনে ১০টা পর্যন্ত সরকারি আদিতমারী গিরিজা শংকর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে চার হাজার ভোটারের মধ্যে এক শতাংশ ভোটারও আসেননি কেন্দ্রটিতে।
একই কেন্দ্রের ৩ নম্বর বুথে সকাল ১০টা পর্যন্ত ১ হাজার ১০০ ভোটের বিপরীতে মাত্র ১২টি ভোট পড়েছে বলে জানান কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জান্নতুল ফেরদৌসী।
উপজেলার সাইফুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ১০টায় ১ হাজার ৮৩২ ভোটের বিপরীতে ভোট কাস্ট হয়েছে ৭২টি। এমনটাই জানালেন কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা ফারুক হোসেন।
চন্দনপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে মোট ভোটার ৩ হাজার ৩০০। কিন্তু সকাল সোয়া ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১২০টির মত।
দুই উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।