Published : 07 May 2025, 08:56 PM
পাবনার কাশীনাথপুরে মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার ও প্রয়াসের উদ্যোগে দিনব্যাপী পাঠক সম্মিলন ও বইমেলা হয়েছে।
বুধবার কাশীনাথপুরের শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজে বইমেলার পাশাপাশি পাঠাগার নিয়ে আলোচনা ও বইপাঠ প্রতিযোগিতা এবং প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কলেজ মিলনায়তনে মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার ও প্রয়াসের উদ্যোগে সিদীপের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ‘জাতি ও সভ্যতার বিকাশে গ্রন্থ ও গ্রন্থাগারের অপরিহার্যতা’ শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন শিক্ষালোকের নির্বাহী সম্পাদক আলমগীর খান।
বিষয়ের ওপর আলোচনা করেন সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আবদুস ছাত্তার খান, লেখক শিশির মল্লিক ও শিল্পী বিপ্লব দত্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ নূরুল হোসেন কলেজের অধ্যক্ষ তরিত কুমার কুণ্ডু।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক মাহবুব হোসেন।
সকালে কলেজের বারান্দায় মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার উদ্বোধনের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়।
বইমেলায় বইয়ের পসরা নিয়ে উপস্থিত ছিল কলি প্রকাশনী, গ্রাম প্রকাশনী, নপম গণগ্রন্থাগার, দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরি ও মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার।
মাতৃভাষা ও শিক্ষা, একাত্তরের হজমিওয়ালা, আমাদের শিক্ষা: নানা চোখে এবং পাবনার কবি ও কবিতা এ চারটি বইয়ের ওপর সেরা রচনা লেখক ছাত্র-ছাত্রীকে পুরস্কার দেওয়া হয়।
নপম, স্কাইলার্ক পথ পাঠাগার, দীপশিখা, মাশুমদিয়া বিজ্ঞান স্কুল ও মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগারের সেরা পাঠক-পাঠিকাকেও পুরস্কার দেওয়া হয়।
এছাড়া ছিল উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা।
আলোচকরা বলেন, নিজেকে উন্নত করতে এবং সমৃদ্ধ দেশ ও জাতি গড়ে তুলতে আমাদের ছেলে-মেয়েদের বেশি বেশি করে ভালো বই পড়তে হবে। আমাদের গ্রামে-গঞ্জে, স্কুল-কলেজে, পাড়া-মহল্লায় এবং জাতীয় পর্যায়ে অনেক পাঠাগার গড়ে তোলা প্রয়োজন।
শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজে দিনব্যাপী এ পাঠক সম্মিলন, বইমেলা ও আলোচনা অনুষ্ঠান শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে প্রাণবন্ত করে তোলে।