Published : 27 Jun 2025, 11:27 AM
খুলনায় নগরীতে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সড়কের পাশের ফাঁকা প্লটের মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নগরের রাজবাঁধ দক্ষিণপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাসার।
নিহত ৫০ বছর বয়সী বাবলু দত্ত ওই এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে। তিনি বালু ও জমি কেনাবেচা করতেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাবলু দত্ত কৈয়া বাজার থেকে নিজের ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
ধারণা করা হচ্ছে, পথে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে একটি ফাঁকা প্লটের ভেতরের মেহগনিবাগানে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।
পরে স্থানীয় লোকজন রাস্তার পাশে পড়ে থাকা মোটরসাইকেলটি দেখে সন্দেহ হলে তারা বাগানের ভেতর গিয়ে বাবলুর রক্তাক্ত মরদেহ দেখতে পান।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।