Published : 25 Sep 2024, 12:02 AM
নীলফামারীর ডোমার উপজেলায় একটি পেট্রোল পাম্পে তেলভর্তি ড্রামের লিকেজ সারানোর সময় বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চিলাহাটি বাজারে এ ঘটনা ঘটে বলে জানান ডোমার থানার পরিদর্শক (ওসি) মহসিন আলী।
নিহত মারুফ হোসেন সোহাগ (৩৩) উপজেলার চিলাহাটি পাটোয়ারী পাড়া এলাকার ইরফান হোসেনের ছেলে। তিনি ওই পাম্পের ম্যানেজার ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, পাম্পে তেলের ড্রামে লিকেজ হলে ওয়েল্ডিং মেকানিককে ডেকে নেওয়া হয়। লিকেজ সারানোর এক পর্যায়ে পেট্রোলভর্তি ড্রামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা মারুফের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে চিলাহাটি ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রংপুর নেওয়ার পথে মারুফ মারা যান।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মহসিন আলী।