Published : 19 May 2025, 05:48 PM
৫৩ বছরে নদীকে যেভাবে দখল ও দূষণ করা হয়েছে, এক-দেড় বছরে তার সমাধান করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, “৫৩-৫৪ বছর ধরে আমরা যেভাবে নদীকে নষ্ট করেছি, দখল করে দূষণ করেছি, পরিবেশের দিক চিন্তা না করে অবকাঠামো নির্মাণ করেছি, সেগুলো এক-দেড় বছরের সরকারের দ্বারা সমাধান করা সম্ভব না। তবে একটা রূপরেখা তৈরি করে যাওয়া সম্ভব।”
সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রামের আটঘরিয়া স্লুইচ গেইট এলাকায় বড়াল নদী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমরা প্রতিটি জেলাতেই একটি করে নদী দখল, দূষণমুক্ত করার পরিকল্পনা নিয়েছি। যদিও সেগুলো করে যাওয়ার সময় আমরা পাব না। তাই আট বিভাগে একটি করে এবং কক্সবাজারে একটি এবং ঢাকায় চারটি নদীর বাজেট করে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।”
বড়াল নদী পরিদর্শনকালে আরও মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহম্মদ মোবাশেরুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোখলেসুর রহমান।