Published : 09 Jun 2025, 07:34 PM
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আগের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।
গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাসের আলী (৫৫) ওই গ্রামেরই বাসিন্দা।
নিহতের ভাতিজা হারুনুর রশিদ দাবি করেন, একটি শিশু ধর্ষণকে কেন্দ্র করে মামলা হয়েছিল। এ নিয়ে আসামিপক্ষ বাসের আলীর প্রতি ক্ষিপ্ত ছিল।
সকাল ১০টার দিকে আম গাছের কাছে ক্রিকেট খেলছিল ছেলেরা। ক্রিকেট বলের আঘাতে আম পড়ে যাবে বলে তাদের সেখানে খেলতে নিষেধ করে বাসের আলীর এক ভাতিজা। এই তুচ্ছ বিষয় নিয়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে বলে জানান হারুনুর রশিদ।
নিহতের আরেক ভাতিজা শাহীন আলী বলেন, “আহত হয়ে হাসপাতালে যাচ্ছিলেন বাসেদ আলীসহ কয়েকজন। এ সময় তাদের পথরোধ করে আবারও হামলা চালায় প্রতিপক্ষ। মাথায় শাবলের আঘাতে ঘটনাস্থলেই মারা যান বাসেদ আলী।”