Published : 30 Jan 2025, 12:01 AM
মাদক ব্যবসার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাবেক ও বর্তমান দুই ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম জানান, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম নান্নু (৪৯) এবং বর্তমান ইউপি সদস্য সমির উদ্দিন (৫১)।
র্যাব কর্মকর্তা সাইফুল্লাহ নাঈম বলেন, তাদের কাছ থেকে ৯৮১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভেলাবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাশেম আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এদের ভোট দিয়েছিলাম গ্রামকে উন্নত করার জন্য, মাদকমুক্ত করার জন্য। কিন্তু তারা নিজেরাই মাদক কারবারি! এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, তাদের আদালতে পাঠানো হয়েছে।