Published : 07 May 2025, 10:45 AM
মেহেরপুরে অসুস্থ বৃদ্ধাকে মাইক্রোবাসে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি বাণী ইসরাইল।
নিহতরা হলেন, মেহেরপুরের গাড়াডোব গ্রামের শাহিন (২৫), তার ফুপি আক্তার বানু ওরফে লাল বুড়ি (৪৫) এবং মাইক্রোবাস চালক জামাল (৪০)।
স্বজনদের বরাতে ওসি বাণী ইসরাইল বলেন, শাহিনের দাদী ফজিলা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
তাই দাদীকে নিয়ে শাহিনসহ পরিবারের কয়েকজন মাইক্রোবাসে কুষ্টিয়া রওয়ানা হন।
পথে শুকুরকান্দি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম্প ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা আটজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিন, আক্তার বানু এবং চালক জামালের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জব্দ করা হয়েছে ড্রাম্প ট্রাক ও মাইক্রোবাস। সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”
নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।