Published : 15 Jun 2025, 05:06 PM
পঞ্চগড় সীমান্তে গুলিতে এক ‘গরু ব্যবসায়ী’র মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমী ইমতিয়াজ জানান।
নিহত রাজু ইসলাম (৩৪) ঘাগড়া সীমান্ত এলাকার ঝুলিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ বলছে, শনিবার গভীর রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকায় কয়েকজন গরু আনতে যান। এ সময় সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৩ নম্বর সাব-পিলার এলাকায় ভারতের কাঞ্চজঙ্ঘা বিওপির বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়।
এক পর্যায়ে সবাই পালিয়ে এলেও রাজুর দুই পায়ে গুলি লাগে। ঘটনাস্থলের পাশেই বাড়ি হওয়ায় গুলিবিদ্ধ অবস্থাতেই রাজু বাড়ি ফেরেন বলে অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান।
তিনি বলেন, “আহত অবস্থায় পরিবারের সদস্যসহ স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রোববার সকালে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
“প্রাথমিক সুরতহালে মরদেহের দুই পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে।”
তবে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ওই গরু ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, “হৃদরোগে আক্রান্তের বিষয়টি চিকিৎসক বলতে পারবেন। এ ছাড়া মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।”
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের সদস্য হাসিবুল ইসলাম বলেন, “আমরা বিজিবিকে বারবার বলি, সীমান্তে যেন কেউ যেতে না পারে। গরু ব্যবসায়ী রাজুর পায়ে গুলি লেগেছে এটা সত্য। তবে এর আগে এক-দুইবার তিনি হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন। তার হার্টের সমস্যা ছিল।”